বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

নকলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন, স্মারক লিপি প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৬ বার পঠিত

শেরপুরের নকলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণসহ আট দফা দাবিতে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকগন মানববন্ধন করার পাশাপাশি বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে যথাযথ কর্তৃক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট নকলা উপজেলা শাখার উদোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট নকলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট নকলা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. রাশেদুল ইসলাম রাজা, প্রচার সম্পাদক দিদারুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আট দফা দাবি পুনরায় উপস্থাপন করেন। দাবী সমূহ হলো- স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ দ্রুত বাস্তবায়ন করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলো মাদরাসা শিক্ষা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা, মাদরাসা সমূহে একজন করে অফিস সহায়কের পদ সৃষ্টি করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করা, মাদরাসা গুলো জাতীয়করণ ও প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্ত করণ।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট নকলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. জাহিদ হাসান বলেন, শিক্ষাবান্ধব সরকার ২০১৩ সালে ২৬ হাজার ৮৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও, অজ্ঞাত কারনে ইবতেদায়ী মাদরাসা গুলোকে জাতীয়করণ করা হয়নি। আমরা দীর্ঘ দিন যাবত বিনাবেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় শিক্ষকতা করে আসছি। বর্তমানে আমরা মানবেতর জীবন যাপন করছি। তিনি বলেন, আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি। শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণের ঘোষণা দিয়ে মুজিব জন্ম শতবর্ষকে চিরস্মরণীয় করবেন বলে তাঁরা আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।