রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নকলা বিএডিসি হিমাগারে বাকৃবি’র হর্টিকালচার বিভাগের শিক্ষার্থীদের একদিন কর্মসম্পাদন ফলাফলে সারাদেশের মধ্যে ময়মনসিংহ পলিটেকনিক ১ম ও শেরপুর পলিটেকনিক ৭ম ফেনীতে বন্যাদূর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ভ্যানগাড়ীর চাপায় শিশু নিহত শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীবরদীতে ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে উপকরণ বিতরণ অনুষ্ঠান ও প্রাণিসম্পদ মিলনায়তনে সুফল ভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুছ প্রমুখ।

এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ডা. রুকাইয়া আক্তার, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. রজব আলী ও মো. জাহিদুল ইসলাম সম্রাট, প্রকল্পের মাঠ সহকারী রাজিব জেং চাম, সাইফুল ইসলাম, নাসির হোসেন, নুর মোহাম্মদসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগন, শ্রীবরদী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক জানান, জেলার শ্রীবরদী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগী ৫৯ পরিবার প্রধানের প্রত্যেকের হাতে ২ পাতা টিন, ৪ টা সিমেন্টের খুটি ও ৫ টি করে ফ্লোরমেট তুরে দেওয়া হয়েছে। আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের ভেড়া লালন পালনের মাধ্যমে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর সুবিধাভোগী পরিবার সমূহের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়ন সূচীত হবে বলে ডা. উমর ফারুক মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।