সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

নখলা ফ্রেন্ডস ক্লাব’র টাঙ্গাইলে বার্ষিক শিক্ষা সফর, পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯১ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী ‘নখলা ফ্রেন্ডস ক্লাব’র (বর্তমান নকলা) বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‘নখলা ফ্রেন্ডস ক্লাব’র আয়োজনে দিনব্যাপী এ সফর চলে। সফর শেষে নখলা ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত অন্তত ৬টি ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এ সফরে দেশের সর্বোচ্চ ২০১ গম্বুজ বিশিষ্ট টাঙ্গাইলের মসজিদে জুম’আর সালাত আদায়, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নওয়াব বাড়ি, সরকারি ধনবাড়ি নওয়াব ইন্সটিটিউশন, স্বাধীন বাংলার প্রথম ও বর্তমান কৃষি মন্ত্রী মহোদয়গণের স্মৃতিছবি সম্বলিত গেইট, নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলীর নির্মিত নওয়াব বাড়ি, নওয়াব পুকুর ঘাট পরিদর্শন, নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলীর বাসভবন ও তৎকালিন ইংরেজ লর্ড-এর রাত্রি যাপনের জন্য নির্মিত দৃষ্টিনন্দন ভবন, নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলীর সমাধিসহ তাঁর পরিবার ও নওয়াব বংশধরদের সমাধিস্থলসহ সেখানকার অনেক দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন ও নওয়াব মসজিদে আসরের সালাত কায়েম করা ছিলো উল্লেখযোগ্য। এসব স্থান ও স্থাপনা সমূহ পরিদর্শনকালে সংশ্লিষ্ট স্থান ও স্থাপনার সংক্ষিপ্ত ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করেন ‘নখলা ফ্রেন্ডস ক্লাব’র নেতৃবৃন্দ তথা সফরসঙ্গীরা।

সকাল ৯টার সময় নকলা নিউ মার্কেটের সামনে থেকে নখলা ফ্রেন্ডস ক্লাবের চেয়ারম্যান এইচএম আরিফুল ইসলাম রাশেদের নেতৃত্বে যাত্রা শুরু করা হয়। টাঙ্গাইলের দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন ও সংশ্লিষ্ট স্থান ও স্থাপনার ইতিহাস সম্পর্কে জানার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিশেষ দোয়া ও মাস্ক বিতরণ করেন তাঁরা।

যাত্রা পথে তথা তাদের বহনকারী গাড়িতেই বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সকলের অংশ গ্রহন বাধ্যতামূলক ছিলো। অংশ গ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের নাম ঘোষনার পাশাপাশি তাদেরকে তাৎক্ষণিক অভিনন্দন জানানো হয় এবং পরিদর্শন শেষে নকলায় ফিরার উদ্দেশ্যে গাড়িতে ওঠার আগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকলকে নখলা ফ্রেন্ডস ক্লাবের পক্ষে চেয়ারম্যান এইচ.এম আরিফুল ইসলাম রাশেদের ব্যবস্থাপনায় শুভেচ্ছা পুরষ্কার প্রদান করা হয়।

এসফরে নখলা ফ্রেন্ডস ক্লাবের চেয়ারম্যান এইচ.এম আরিফুল ইসলাম রাশেদ, মহাসচিব মাওলানা মো. আল-আমিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. হাবিজুল ইসলাম হযরত, দপ্তর সম্পাদক মো. রুবেল মিয়া, প্রচার সম্পাদক মো. হুমায়ূন কবীর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রুকনুজ্জামান রতন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. সুলতান মাহমুদ, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা মো. আব্দুর রশিদ, হাফেজ মো. জকির হোসেন ও মো. শাকিল আহম্মেদসহ নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন ও দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী’র বাসভবন ও তৎকালিন ইংরেজ লর্ড-এর রাত্রি যাপনের জন্য নির্মিত ভবনটি প্রত্নতত্ব বিভাগের আওতায় নেওয়া হয়েছে। এটি বর্তমানে নওয়াব রিসোর্ট হিসেবে আছে। সেখানে প্রবেশ মূল্য প্রতিজন ৮০ টাকা এবং সময় মাত্র ২ ঘন্টা! এমন প্রবেশ মূল্য নির্ধারন ও সময় বেধে দেওয়ার কারন খোঁজতে গিয়ে অনেকে একান্ত ব্যক্তিগত মন্তব্য ব্যক্ত করে বলেন- ওই স্থানটি (নওয়াব রিসোর্ট) উঠতি বয়সী তরুণ-তরুণীদের নিরাপদ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। তাই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বিনীত অনুরোধ জানিয়েছেন তাঁরা। তাছাড়া নখলা ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দরা সেখানকার দর্শণীয় স্থান ও স্থাপনার সাথে সংশ্লিষ্টদের কাছে মৌখিক প্রতিক্রিয়া জানিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।