শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৭টি কৃষক গ্রুপে একটি করে বিনামূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপে ইঞ্জিনসহ একটি করে বিনামূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ-এঁর সভাপতিত্বে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম ৭টি কৃষক গ্রুপের কৃষকদের হাতে এসব মাড়াই যন্ত্র হস্তান্তর করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা আক্তারসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ ও সুবিধাভোগী কৃষক গ্রুপের কৃষকগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, এই ধাপে উপজেলার ৭টি কৃষক গ্রুপের মাঝে একটি করে মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি মাড়াই যন্ত্রের বাজার মূল্য ধরা হয়েছে এক লাখ টাকা করে। প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে সব কয়টি কৃষক গ্রুপে এই মাড়াই যন্ত্র বিতরণ করা হবে।