শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

শেরপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন প্রকল্পের মালামাল বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৩ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা ও গণগ্রন্থাগার অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন’ প্রকল্পের বই ও গ্রন্থাগার উন্নয়নের অন্যান্য মালামাল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) শেরপুর জেলা প্রশাসক মোমিনুর রশীদ-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমের সঞ্চালনায় ওই আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি সুবিধাপ্রাপ্ত সংশ্লিষ্ট গ্রন্থাগারের কর্মকর্তাদের হাতে বরাদ্দকৃত বই ও গ্রন্থাগার উন্নয়নের মালামাল তুলেদেন।

অনুষ্ঠানে আারও বক্তব্য রাখেন শেরপুর বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি প্রমুখ। এসময় বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা সরকারি গ্রন্থাগারের অফিস সূত্রে জানা গেছে, সুবিধাপ্রাপ্ত প্রতিটি গ্রন্থাগারে বই রাখার জন্য ৪ স্টিলের বুক সেলফ, পড়ার সুবিধার্থে ১টি কাঠের পড়ার টেবিল ও ২টি চেয়ার, ১৯৬টি বই, ১টি কার্পেট, ৪টি ফ্রেমে সংযুক্ত বেশ কিছু ছবি, ৬টি ফ্রেমে সংযুক্ত লোগো প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।