সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

শেরপুরে পিকনিক থেকে ফিরার পথে ১৫ শিক্ষার্থী হতাহত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৬ বার পঠিত

শেরপুরে পিকনিক থেকে ফিরার পথে জেলার শ্রীবরদী উপজেলায় ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৩ শিক্ষার্থী।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলাকান্দা-দিয়ারচর এলাকার ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে পড়েগিয়ে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (১৭) পূর্ব খড়িয়াকাজির চর এলাকার আবু তালেবের ছেলে ও নিহত সাইদুল ইসলাম (১৯) একই এলাকার সেলিম মিয়ার ছেলে। আহতরা হলেন- একই এলাকার ফরিদ মিয়ার ছেলে সাগর (১৭), আক্কাস আলীর ছেলে রাশেদুল (১৮), নূরে আলমের ছেলে আরিফ (২২), আমিজ উদ্দিনের ছেলে মামুন (১৭), শরাফত আলীর ছেলে লোকমান (১৭), আব্দুল কাদেরের ছেলে মুশফিকুর (১৭), বিল্লাল হোসেন ছেলে স্বাধীন। আহতরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা ১৫জন শ্রীবরদীর পূর্ব খড়িয়াকাজিরচর এলাকা থেকে পিকনিকের উদ্দেশ্যে ঝিনাইগাতী উপজেলা গজনী অবকাশে যায়। পিকনিক শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফিরার পথে রাত সাড়ে ১১টার দিকে কলাকান্দা-দিয়ারচর এলাকার ব্রীজের কাছে গেলে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সবাই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই ৪জনের অবস্থার অবনতি হওয়ার শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় দুইজন মারা যায়। বাকী সবাই শ্রীবরদী ও শেরপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়ার পরে ঘটনাস্থলে যাই। পুলিশ ঘাতক ট্রলিটি জব্দ করেছেন। কিন্তু ঘটনার পর ট্রলির চালক জুয়েল মিয়া কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তদন্ত ওসি মোহাম্মদ আবুল হাশেম জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।