শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আনসার বিডিপি অফিস সংলগ্ন এই ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আরেফিন পরভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান একে ট্রেডার্স-এর স্বত্বাধিকারী আব্দুল আওয়াল লিচু, নকলা প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে। আগামী ৪ মাসের মধ্যে এই নির্মান কাজ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।