শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ নকলায় পারিবারিক পুষ্টি বাগানের জন্য বীজ সার ও গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ জামাত বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের কারনে সারাদেশে যখন কার্ফিও বিরাজমান, নকলার জনগন তখনো যেন মায়ের কোলে জরুরি ভিত্তিতে নকলা থানায় আবাসিক ভবন দরকার নকলায় বৈষম্যমূলক কোটা সংস্কার দাবিতে ও শিক্ষার্থীর ওপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন নকলায় উন্নয়ন সহায়তা কর্মসূচির টিউবওয়েল বিতরণ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদে নকলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন এবার শেরপুরকে ঘিরে তৈরি হচ্ছে ইত্যাদি অনুষ্ঠান : সকল কাজ প্রায় শেষ বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নকলায় “মাদককে না বলুন” কর্মসূচি বাস্তবায়নে শপথ গ্রহণ

শেরপুরের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তালাপতুফ হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২১৫ বার পঠিত

শেরপুর সরকারি কলেজের সাবেক জিএস বাংলাদেশ বেতারের শেরপুর শহর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এ.বি.এস.এম. তালাপতুফ হোসেন মঞ্জু (৭০) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে জেলা শহরের সজবরখিলা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুদের সহযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামান জানান, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু খুব সাহসী যোদ্ধা ছিলেন। ১৯৭১ সালে এপ্রিলে শেরপুর শহর থেকে যে ১২ জন যুবক সীমান্তবর্তী ঝিনাইগাতীর পাতার ক্যাম্পে প্রথম মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন, মঞ্জু ছিলেন তাঁদের একজন। তিনি ‘৬৯-এর গণঅভ্যুত্থানের সময় থেকে মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত শেরপুর ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। পরবর্তীতে শেরপুর কলেজ ছাত্র সংসদের জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছিলেন। ছিলেন শেরপুর যুবলীগের প্রচার সম্পাদক। মৃত্যুর আগ পর্যন্ত সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ জেলা কমিটির প্রচার সম্পাদক ছিলেন। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের বিচারের দাবিতেও তিনি দীর্ঘদিন রাজপথ কাঁপিয়েছেন।

মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু আশির দশকে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের পাহাড়তলি জোনে বেশ কিছুদিন চাকরিও করেছেন। সেখানে তৎকালীন রেলওয়ে শ্রমিকলীগেরও প্রচার সম্পাদক ছিলেন। তিনি লেখালেখি এবং সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। ছিলেন দৈনিক খবরের প্রতিনিধি। বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধির মর্যাদায় শেরপুর শহর প্রতিনিধি হিসেবে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন। তিনি শেরপুর প্রেসক্লাবের একজন সদস্য ছিলেন।

শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এএসএম নুরুল ইসলাম হিরো জানান, আজ বাদ আছর শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক গভীর শোক প্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, যুগ্মসচিব সাবেক জেলা প্রশাসক আনার কলি মাহবুব, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান আকন্দ, চেম্বার সভাপতি আসাদুজ্জামান রৌশন, শেরপুর, নকলা, নালিতাবাড়ি, শ্রীবরদী ও ঝিনাইগাতী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও সহকর্মীরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।