শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহারের ঘর বীর নিবাস-এর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) উপজেলার গৌড়দ্বার এলাকায় বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেনের বাড়িতে বীর নিবাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেনের স্ত্রী সখিনা বেগমসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদারগন ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষ্যে নকলায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৪৯ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার বীর নিবাস পাচ্ছেন। এর মধ্যে প্রথম পর্যায়ের ১২টি বীর নিবাস নির্মাণ কাজ উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে বাকি বীর নিবাস গুলো নির্মান করা হবে। প্রতিটি বীর নিবাস বীর মুক্তিযোদ্ধাদের নিজস্ব ৭৩২ বর্গফুট জমিতে ১৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে। এই নিবাসে ২টি করে শয়নকক্ষ ও বাথরুম এবং ১টি করে রান্নাঘর, ডাইনিং রুম ও ড্রইং রুম থাকবে।