বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

জবি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন : সভাপতি ফারুকী, সা.সম্পাদক আরমান

জবি সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৬১ বার পঠিত

রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-তে কর্মরত সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব)-এর ৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (২৪ জানুয়ারি) সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোস্তাকিম ফারুকী সভাপতি ও আরমান হাসান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুজাহিদ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুবর্ণ আসসাইফ, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ, অর্থ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, কার্যনির্বাহী সদস্য অনুপম মল্লিক আদিত্য ও মো. মেহেদী হাসান।

প্রধান নির্বাচন কমিশনার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান আহমেদ অপু সোমবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করার পাশাপাশি নবনির্বাচিত কমিটর নাম ও পদবী উস্থিতিদের সামনে ঘোষণা করেন।

এ সময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন, নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম শাহীন, নির্বাচনের সমন্বয়ক সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক জগেশ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পরে জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানোর পাশাপাশি নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ও তাঁর আদর্শকে আঁকড়ে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত তরুণ সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিয়মিত লেখালেখি করে যাবে। এর জন্য নতুন কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা করার আশ্বাসদেন তিনি।

সাক্ষাৎকালীন আলোচনা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও সাধারণ সম্পাদক জগেশ রায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্তরে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।