রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-তে কর্মরত সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব)-এর ৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (২৪ জানুয়ারি) সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোস্তাকিম ফারুকী সভাপতি ও আরমান হাসান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুজাহিদ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুবর্ণ আসসাইফ, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ, অর্থ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, কার্যনির্বাহী সদস্য অনুপম মল্লিক আদিত্য ও মো. মেহেদী হাসান।
প্রধান নির্বাচন কমিশনার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান আহমেদ অপু সোমবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করার পাশাপাশি নবনির্বাচিত কমিটর নাম ও পদবী উস্থিতিদের সামনে ঘোষণা করেন।
এ সময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন, নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম শাহীন, নির্বাচনের সমন্বয়ক সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক জগেশ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পরে জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানোর পাশাপাশি নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ও তাঁর আদর্শকে আঁকড়ে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত তরুণ সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিয়মিত লেখালেখি করে যাবে। এর জন্য নতুন কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা করার আশ্বাসদেন তিনি।
সাক্ষাৎকালীন আলোচনা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও সাধারণ সম্পাদক জগেশ রায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্তরে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।