শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের নিচ আন্ধারিয়া গ্রাম থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া গেছে।
অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ওই মহিলাটির নাম নুরেজা বেগম। সে শেরপুর জেলার নকলা পৌরশহরের ইশিবপুর এলাকার নূর ইসলামের মেয়ে ও কায়দা এলাকার আজাহার আলীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে বোরকা পরিহিত অজ্ঞাতনামা হিসেবে এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করে শেরপুর সদর থানার পুলিশ।
উদ্ধার হওয়া বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশের ছবিসহ খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হলে এবং তা দেখে আত্মীয়স্বজনরা তাদের নুরেজা বেগমকে সনাক্ত করেন। নকলা থানার পুলিশ নুরেজা বেগমের স্বামী আজাহার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে কৃষক ফরমান আলী তার ক্ষেতে ইরি বোরো চারা রোপন করতে গিয়ে এক মহিলার বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে এলাকাবসীসহ শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বন্দে আলী, উপ-পরিদর্শক (এসআই) মোফাখখির উদ্দিন, এসআই রুবেল ও আশরাফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশের সূরতহালের রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
শেরপুর সদর উপজেলার নিচ আন্ধারিয়া গ্রামের ফরমান আলীর চাষ করা বোরো ক্ষেতের পার্শ্বে শুক্রবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা এ মহিলাকে কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করে গুম করার উদ্দেশ্যে তার লাশ বস্তাবন্দি করে ফেলে রেখে যায় বলে পুলিশসহ অনেকে ধারণা করছে।