রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

শেরপুরে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য উন্মুক্ত লটারি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য দ্বিতীয় ধাপের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের মাধবপুর এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ লটারির আয়োজন করা হয়। লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ উপস্থিত ছিলেন।

সপ্তম শ্রেণিতে ভর্তিচ্ছু উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ওঠা রোল নম্বর সবার সামনে তুলে ধরেন ডিসি মো. মোমিনুর রশীদ। উন্মুক্ত লটারি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

লটারি চলাকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামারা তাসবিহা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক লুৎফা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।