শেরপুরের শ্রীবরদীতে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে ‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’- এই প্রতিপাদ্যের ওপর উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক স্তরে শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থী মনিকা আক্তার ও মাধ্যমিক স্তরে শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ফারিয়া প্রথম স্থান অধিকার করে।
এছাড়াও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে শ্রীবরদী সরকারি কলেজ ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাতিষ্ঠানিক ভাবে প্রথম স্থান অধিকার করে।
উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, শ্রীবরদী এ.পি.পি. ইন্সটিটিউটের সহকারি প্রধান শিক্ষক রুবিয়া বেগম, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশা-শ্রেণির জনগন উপস্থিত ছিলেন।