ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় মানবকল্যাণ সামাজিক সংগঠন নামক এক সংগঠনের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে এইচ.এম আতাউর রহমানের সভাপতিত্বে বওলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম.এ বাতেন খান। এসময় বওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, স্থানীয় সমাজসেবক কাজী নাসিমুল গনি, সাবির তালুকদার, মোহাম্মদ আলমগীর, ওমর ফারুক, মাসুদ ফারাবি, মুকসেদ আলী, আলমগীর কবির, জোবায়েদ হোসেন খান রাসেল, নূরুল্লাহ, রুহুল আমিন, মেহেদী হাসান, সাব্বির সাকিব, সাদ্দাম হোসেন, আরিফুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় দুঃস্থ শীতার্ত নর-নারী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যেকোন প্রাকৃতিক দুর্যোগ কবলিত ও শীতার্তদের মাঝে তারা সামর্থ অনুযায়ী সাহায্য সহযোগিতা করে আসেছন। আগামীতে তাদের এ মহতী কাজে সার্বিক সহযোগিতার জন্য এলাকার ধনাঢ্য লোকের সুদৃষ্টি কামনা করেন তারা।