শেরপুর জেলার নকলা উপজেলায় মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তি উদযাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শেষ বিকেলে প্রতিযোগিতা পরিচালনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকরা।
বুধবার (১২ জানুয়ারি) “বাদাগৈড় ফ্রেন্ডসীপ এসোসিয়েশন”-এর উদ্যোগে ও আয়োজনে উপজেলার বাদাগৈড় এলাকার বিশাল এক মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ঘোড় দৌঁড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ ঘোড় দৌঁড় প্রতিযোগিতা দুটি ধাপে সম্পন্ন হয়। একটি কদম দৌঁড় ও অপরটি দাপট দৌঁড়। প্রতিটি প্রতিযোগিতায় ধাপে ধাপে ১৫ থেকে ২০ জন ঘোড় সওয়ার অংশ গ্রহন করেন। প্রতিযোগিতায় সেরা ঘোড় সওয়ার হিসেবে প্রথম স্থান অধিকার করেন চাপাই নবাবগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার এবং টাঙ্গাইলের মানিক মিয়া দ্বিতীয় স্থান অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে নতুন ফ্রিজ, টেলিভিশন, স্মার্ট মোবাইলসহ বিভিন্ন আকর্ষনীয় পুরষ্কার প্রদান করেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।
এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিগন, বাদাগৈড় ফ্রেন্ডসীপ এসোসিয়েশন-এর নেতৃবৃন্দসহ অগণিত দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এখানে প্রতিবছর ঘোড় দৌঁড়সহ মৌসুম ভিত্তিক দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও আয়োজন করা হবে। দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, বাদাগৈড় ফ্রেন্ডসীপ এসোসিয়েশন-এর নেতৃবৃন্দরা।