শেরপুর জেলার নকলায় উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী গুচ্ছ গ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী গুচ্ছ গ্রামে গিয়ে নিজ হাতে ওই গ্রামে বসবাসরত ২০টি শীতার্ত পরিবার প্রধানের হাতে কম্বল তুলেদেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মো. বজলুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, গনপদ্দী গুচ্ছ গ্রামের অসহায় শীতার্ত নর-নারী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, নকলা উপজেলার কোন মানুষ যেন শীতার্ত না থাকেন এর জন্য মান্যবর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার দরিদ্র, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় গনপদ্দী গুচ্ছ গ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।