মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

শেরপুরে অ-১৬ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিয়ান-পিউ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৬৮ বার পঠিত

শেরপুর অনুর্ধ্ব-১৬ দাবা প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে মো. সামিউর রহমান রিয়ান ও মেয়েদের বিভাগে প্রিয়ন্তী সাহা পিউ চ্যাম্পিয়ন হয়েছে।

১১ জানুয়ারি মঙ্গলবার জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ প্রতিযোগিতায় ছেলেদের ফাইনালে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র সামিউর রহমান রিয়ান জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর রফিদুল ইসলাম রহিদকে পরাজিত করেছে।

অপরদিকে মেয়েদের ফাইনালে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনী পড়ুয়া প্রিয়ন্তী সাহা পিউ আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের রোজিনা আক্তারকে পরাজিত করে।

নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে ১২ জন মেয়েদের বিভাগে ৭ জন ক্ষুদে দাবা খেলোয়াড় অংশগ্রহণ করে।

শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ সকালে এ দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মুরশীদ আলী, সদর ইউএনও মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল প্রতিযোগিতায় অরবিটারের দায়িত্ব পালন করেন। ফাইনাল খেলা শেষে উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপ দাবাড়ুদের মাঝে পুরষ্কার, মেডেল ও সনদপত্র তুলে দেন জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খোরশেদ আলম। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জার্সি উপহার এবং অতিথি ও অভিভাবকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।