শেরপুরে নকলা উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৯ জন চেয়ারম্যান ও ২৭ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৮১ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এবং দুপুরের দিকে নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপ-পরিচালক মো. তোফায়েল আহমদের সঞ্চালনায় চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও চেয়ারম্যানগনের শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
এদিকে, নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী প্রোগ্রামার সাইমুন শাহানাজসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকগন ও সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগনের শুভাকাঙ্খি, উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর নকলা উপজেলার ৯ ইউনিয়নে অবাদ, সুষ্ঠ ও অংশ গ্রহন মূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।