শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন মারা গেছেন। তিনি নকলা পৌরসভার চাঁনপুর এলাকার মৃত জামির উদ্দিনের ছেলে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০ (১০:১৫) টার সময় নিজ বাসভবনে বার্ধ্যক্য জনিত কারনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মার্যাদা শুক্রবার বিকেলে ৫ টার সময় বাড়ইকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর ১১ মাস ৬দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অফিস ও এনআইডি সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন ১৯৫০ সালের ২ ফেব্রুয়ারি তারিখে জন্ম গ্রহন করেন। তথ্যমতে তাঁর লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০১৪২, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৮৯৫ ও মুক্তিযোদ্ধার গেজেট তালিকা নম্বর ৯৫৩।
বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেনের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ কমিটির অন্যান্যরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদারসহ উপজেলা পরিষদের অন্যান্যরা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎসহ কমিটির অন্যান্যরা, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ কমিটির অন্যান্যরা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ কমিটির অন্যান্যরা, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছন। তাঁরা সকলেই মরহুদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।