বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

শ্রীবরদীর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান-এঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৭ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান-এঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার সময় উপজেলার বড়ইকুচি গ্রামের জামে মসজিদের সামনের মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজের আগে পুলিশের চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষে মরহুমের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ও পুলিশ বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা বুধবার (৫ জানুয়ারি) রাত ৩টার দিকে শেরপুর জেরা সদর হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর। তিনি ২ পুত্র, ২ কন্যা, পুত্রবধু, নাতী-নতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান এ.ডি.এম শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার কন্যা নিলুফা আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরো, বীর মুক্তিযোদ্ধা ডা. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু সালেহ, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, কৃষি ব্যাংকের আব্দুল মালেক, জনতা ব্যাংকের সেলিম আল জাহানসহ জেলা-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ; জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তারা সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।