মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

শেরপুরে সড়ক প্রশস্থ করণে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৭০ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার শেরপুর-বয়রা পরানপুর মৌজার কানাশাখেলা-অষ্টমীতলা আঞ্চলিক সড়কের যথাযথমান ও প্রশস্থতায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ ৩১টি পরিবারের জমির মালিকদের কাছে ক্ষতিপূরণের ৩৫টি চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জেলা প্রশাসন ও সড়ক বিভাগের আয়োজনে ভাতশালা ইউনিয়নের বয়রা পরানপুরে জমির মালিকদের ভূমি অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণের চেক ও দখল হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মো. মুমিনুর রশীদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এম.পি ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণের চেক তুলেদেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগন ও ক্ষতিপূরণের চেক গ্রহীতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ প্রকল্পের অনুকূলে অধিগ্রহণকৃত মোট জমির পরিমান ৪.৮০ একর। এই প্রকল্পের প্রাক্কলিত অর্থ ২৬ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩০ টাকা। প্রকল্পের মোট এওয়ার্ডির সংখ্যা ৩৪৫ জন। এর মধ্যে বৃহস্পতিবার ৩১টি পরিবারের মধ্যে ৩৫টি চেক বিতরণ করা হয়। বিতরণকৃত চেকের মূল্য ৩ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা ২০পয়সা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।