৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে সারাদেশের ন্যায় শেরপুরে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করার পাশাপাশি জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি মো. নেজামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসক মো. মুমিনুর রশীদ-এঁর কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মানববন্ধনে তারা আগামী ১৫ জানুয়ারির মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্থগিতদেশ প্রত্যাহার। আগামী ৩ মাসের মধ্যে নব-নিয়োগ ও ভূমি উপ-সহকারি কর্মকর্তাদের পদোন্নতি প্রদান। ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে কম্পিউটার সামগ্রী ফটোকপি মেশিন, উন্নতমানের প্রিন্টার এবং কন্টেজেন্সী ভ্রমণ ভাতা প্রদানসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মো. হাসানুজ্জামান, ফারুক হোসেন, জয়নাল আবেদীন, শহিদুল্লাহ তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন।