বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রফিকুল ইসলাম আধার’র ২টি কাব্যগ্রন্থ পাওয়া যচ্ছে একুশে বই মেলায় বন্যার ক্ষতি পোষাতে ব্যস্ত সময় পাড় করছেন নকলার কৃষক শেরপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নকলায় ভিডব্লিউবি উপকারভোগীর মাঝে সঞ্চয়ের টাকা প্রদান নকলায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ শেরপুরের ৩টি সংসদীয় আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপণা পুরষ্কার প্রদান নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আহত ৪ নকলায় নেতৃবৃন্দের খোঁজখবর নিতে ব্যস্ত সময় পার করছেন ফাহিম চৌধুরী নকলার চরঅষ্টধর ইউনিয়ন যুব অধিকার পরিষদ’র সভাপতি রনি, সম্পাদক সুজন

শেরপুরের ঝিনাইগাতীর ইউপি নির্বাচনে নৌকা ২ ও স্বতন্ত্র ৫ প্রার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২০৮ বার পঠিত

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউপির চেয়ারম্যান পদে ২ জন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ৫ জানুয়ারি বুধবার রাত ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে উপজেলার ৭টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিতরা হলেন- ঝিনাইগাতী সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহাদৎ হোসেন নৌকা প্রতীকে ৬,৬৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫,৮৬৩ ভোট।

মালিঝিকান্দা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মোজাম্মেল হক নৌকা প্রতীকে ৫,৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩,৮০৮ ভোট।

কাংশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান চশমা প্রতীকে ৩,৮৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনার উল্লাহ আনোয়ার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩,৪৬২ ভোট।

গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম পলাশ চশমা প্রতীকে ৩,৫০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩,৪৮২ ভোট।

ধানশাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৩,৮০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌফিকুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩,৩১১ ভোট।

হাতীবান্দা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম চশমা প্রতীকে ২,৮৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আছলাম আনারস প্রতীকে পেয়েছেন ২,৭০৪ ভোট।

নলকুড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রুকনুজ্জামান মোটরসাইকেল প্রতীকে ৫,৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমানের চশমা প্রতীকে পেয়েছেন ৩,৮০৫ ভোট।

জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনী ও ভোট গ্রহন কর্মকর্তাদের একান্ত প্রচেষ্ঠায় সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবপেশা শ্রেণীর ভোটাররা খুশি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।