বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় স্বেচ্ছাসেবী সংগঠনের আত্ম প্রকাশ, দুইশতাধিক কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২০৯ বার পঠিত

শেরপুরের নকলায় “পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্ম প্রকাশ করা হয়েছে। তাছাড়া ওই সংগঠনের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে উপজেলার পাঠাকাটা বাজারে আত্ম প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি ইয়াসিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাজিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আত্ম প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান ও পাঠাকাটা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম সরকার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান ও আবুল কালামসহ অন্যান্য উপদেষ্টা, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মুস্তাসিম বিল্লাহ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন ও অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য সাংবাদিক, অরুণ উদয় সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. ফিরোজ আহম্মদসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুই শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ সংগঠনের সভাপতি ইয়াসিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. রাজিব হাসান জানান, পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবছর শীতার্ত ও দরিদ্রদের পাশে দাঁড়াতে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।