শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজকে বিদায় সংবর্ধনা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র নকলা উপজেলা শাখার কমিটি গঠন কল্পে আলোচনা সভা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৫৯ দিন পর কবর থেকে উত্তোলণ নকলায় গরুচুরি বৃদ্ধিতে আতঙ্কে কৃষক! টহল পুলিশের কার্যক্রম জোরদারের দাবি নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন নালিতাবাড়ীতে উইন ২০৭ ধান’র নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নকলা স্ববল প্রজেক্ট’র স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা নকলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ উদযাপন

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী ৩ দিনের সফরে নকলায়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৫৯ বার পঠিত

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি তাঁর নির্বাচনী এলাকা শেরপুর জেলার নকলা ও নালিতাবড়িতে সফরের উদ্দেশ্য ৪ জানুয়ারি মঙ্গলবার রাতে নকলায় পৌঁছেছেন।

সভাপতির সফর সূচি অনুযায়ী জানা গেছে, ৪ জানুয়ারি মঙ্গলবার বিকেল থেকে ৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সফরের উদ্দেশ্যে ৪ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টার সময় রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্স থেকে সড়ক পথে গাজিপুর, ময়মনসিংহ হয়ে নকলার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টার দিকে নকলায় এসে পৌঁছেন।

একাধিক সূত্রে জানা গেছে, ৩ দিনের সংক্ষিপ্ত এ সফরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এম.পি শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলার দরিদ্র শীতার্তের মাঝে, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার মেধাক্রমানুসারে প্রথম ১০ জন শিক্ষার্থীর মধ্যে, সকল মসজিদের ঈমাম ও মুয়াজ্জিন এবং মন্দির ও গীর্জার সকল ধর্ম যাজকগনের মধ্যে কম্বল বিতরণ করবেন।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি’র একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ শাহজালালের স্বাক্ষরিত সফর সূচি অনুযায়ী জানা গেছে, ৪ জানুয়ারি মঙ্গলবার রাতে মতিয়া চৌধুরী এমপি নকলায় নকলায় এসে রাত্রিযাপন করবেন।

৫ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার সময় নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ শেষ করে ৯টার সময় নালিতাবাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সাড়ে ৯টার সময় রুপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ১০ টার সময় রামচন্দ্রকুড়া ইউনিয়নের রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১০টার সময় কাকরকান্দি ইউনিয়নের বড়ুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয় মাঠে, ১১টার সময় নালিতাবাড়ি ইউনিয়নের কেন্দুয়াপাড়া দারুল উলুম কওমী মাদরাসা মাঠে কম্বল বিতরণ শেষে চলে আসবেন নকলা উপজেলায়।

সাড়ে ১১টার সময় নকলা উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে, ১২টার সময় গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১২টার সময় বানেশ্বরদী ইউনিয়নের বাউসা দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে, ১টার সময় চন্দ্রকোনা ইউনিয়নের রাজলহ্মী উচ্চ বিদ্যালয় মাঠে, দেড়টার সময় চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা উচ্চ বিদ্যালয় মাঠে, ২টার সময় পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে, আড়াইটার সময় টালকী ইউনিয়নের বিরিবরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ৩টার সময় গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় মাঠে এবং সাড়ে ৩টার সময় নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে দিনের শেষ কম্বল বিতরণ করবেন তিনি।

৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টার সময় যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ৯টার সময় বাঘভেড় ইউনিয়নের সন্যাসী ভিটা উচ্চ বিদ্যালয় মাঠে, ১০টার সময় কলসপাড় ইউনিয়নের পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সাড়ে ১০ টার সময় রাজনগর ইউনিয়নে, ১১টার সময় নন্নী ইউনিয়নের কন্যাডুবি ঈদগাহ মাঠে, সাড়ে ১১টার সময় পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ১২টার সময় নয়াবিল ইউনিয়নের নয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সাড়ে ১২টার সময় নালিতাবাড়ি পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে কম্বল বিতরণের মধ্যদিয়ে সফরের কর্মসূচি শেষ করে নকলায় ফিরবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।

পরে বৃহস্পতিবার বিকেলের দিকে নকলা হতে সড়ক পথে ময়মনসিংহ, গাজিপুর হয়ে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে তাঁর সফর সূচি অনুযায়ী জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।