‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ নকলা উপজেলা শাখার সভাপতি সদ্য প্রয়াত মজিবর রহমান-এঁর রুহের মাগফেরাত কামনায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, নকলা উপজেলা শাখার উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনটির সহ-সভাপতি ফকির মো. রেজাউল করিম-এর সভাপতিত্বে ও সাদারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন- মরহুমের পরিবারের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ বিভাগের) পক্ষে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান,
মরহুমের বন্ধুদের পক্ষে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শহিদুল আলম, উপজেলার সরকারি কলেজের পক্ষে সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাব আলী ও বেসরকারি কলেজের পক্ষে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলার সরকারি-বেসরকারি বিদ্যালয়ের পক্ষে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে উমর ফারুক, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষে উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে সদ্য প্রয়াত মজিবর রহমান-এঁর রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শাহ মো. ফোয়াদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, কোষাধ্যক্ষ সৈয়দ আলম মঞ্জু, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ অন্যান্যরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. খোরশেদ আলম শ্যামলমসহ অন্যান্যরা,
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম দুলাল, মো. মনসুর আলী, মো. আব্দুল হাকিম; যুগ্ম সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উৎপল ও সুলতান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক মো. হাবিল উদ্দিন, ফকির মো. ওবায়দুল হক, মো. মোশারফ হোসাইন ও রেজাউল হক চুন্নু; অর্থ সম্পাদক মো. নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম শ্যামল, শিক্ষা বিষয়ক সম্পাদক আলী আকবর, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এমরান হোসেন ফট্টু, সদস্য হাবিল উদ্দিন, খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ অন্যান্যরা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সম্পাদক দেলোয়র হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন ও কার্যকরী সদস্য মোফাজ্জল হোসেনসহ অন্যান্য সকল নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান গত শনিবার (২৫ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৪:৫০ মিনিটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মজিবর রহমান নকলা পৌরসভাধীন মাউড়া এলাকার মৃত কছিম উদ্দিন মাস্টারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এঁর বড় ভাই। তিনি মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টার সময় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মজিবর রহমান-এঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।