সারাদেশের ন্যায় ২০২২ শিক্ষা বর্ষের প্রথম দিন সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্যে দিয়ে নতুন বছরের পাঠ্যবই বিতরণ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
শনিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ শেরপুর পৌরসভার ঢাকলহাটী ১০১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন শ্রেণির শিশু শিক্ষার্থীদের হাতে সরকারের দেওয়া বিনামূল্যের পাঠ্যবই তুলেদেন।
এছাড়াও তিনি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের শিক্ষার্থীদের হাতেও নিজ হাতে সরকারি পাঠ্যবই তুলেদেন। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর অতিমারির মধ্যেও শিক্ষার্থীরা শিক্ষা বর্ষের বছরের প্রথমদিন নতুন বই পেয়ে তারা খুব খুশি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এলাকা থেকে আগত শিশু শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।