শেরপুরের স্বনামধন্য দুই সাংবাদিক চিরতরে তাদের পিতা ও মাতা হারিয়েছেন। পিতা ও মাতা হারা ওই দুই সাংবাদিকের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আলাদা ভাবে শোক প্রকাশ করেছেন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকগনসহ বিভিন্ন মহল।
জেলার নালিতাবাড়ী উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলার কাগজ’ এর সম্পাদক ও প্রকাশক মনিরুল ইসলাম মনির এর পিতা সাবেক বিশিষ্ট কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী রুস্তম আলী মুন্সী সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে এগারোটার (১১:৩০) সময় উত্তর কোন্নগর এলাকার নিজ গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মনিরুল ইসলাম মনির এর পিতা রুস্তম আলী মুন্সীর মৃত্যুকালে বয়স হয়েছিলো ১১০ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, তিন ছেলে ও নাতি-নাতনীসহ অন্যান্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা নামাজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাদ জোহর উত্তর কোন্নগর হাফেজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।
অন্যদিকে মোহনা টিভির প্রতিনিধি শ্রীবরদী উপজেলার রেজাউল করিম বকুল এর ‘মা’ রবিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার (১:৩০) সময় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তাদের মৃত্যুতে শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্যরা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগন, প্রেস ক্লাব নালিতাবাড়ীর নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশা-শ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।