শেরপুর জেলার সদর উপজেলার সকল (১৪টি) ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগন শপথ গ্রহণ করেছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এবং সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, সারোয়ার জাহান, আব্দুল হাই, মো. সাইফুজ্জামান সোহেল, আকবর আলী, মো. মনিরুল আলম মনি, এসএম সাব্বির আহমেদ খোকন, মো. মোশারফ হোসেন দুলাল, সেলিম রেজা, আব্দুল্লাহ আল হাসান খুররম, জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, হায়দার আলী ও আওলাদ বিনসহ উপজেলার সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১১টিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও ৩টিতে বিনাপ্রতিদ্বন্দ্বীতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপজেলার ১৪টি ইউনিয়নে ২ লাখ ৯০ হাজার ৭১৫ জন ভোটার রয়েছেন।