শেরপুরের নকলায় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শবিনবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিকে পৌরসভার জালালপুর এলাকায় গোলাম হাফিজ সোহেলের চাউলকল মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের প্রতিনিধি প্রকৌশলী আব্দুর রউফ জুয়েল ও মিসেস তনুজা পরভীন রুমা, নকলা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, নকলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা সবুজ, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য সারোয়ার হোসেন রবিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকগন ও অসহায় দরিদ্র শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
নিজ জেলা-উপজেলার প্রতি প্রেম, শীতার্ত লোকজনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা মনেপ্রাণে ধারন করে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের পক্ষে প্রকৌশলী আব্দুর রউফ জুয়েল ও মিসেস তনুজা পারভীন রুমা শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়াতে পেরে তাঁরা খুবই খুশি। আগামী দিনগুলোতে আর্তমানবতার কল্যাণে সামর্থের মধ্যে থেকে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন তাঁরা।