শেরপুরের নকলায় ‘রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নকলা উপজেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৪ ডিসেম্ব) নকলা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির সভাপতি মো. মনিরুল হকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার প্রমুখ।
এসময় রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনটির উপজেলা শাখার সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন, সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমন হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকগন ও অসহায় দরিদ্র শীতার্ত শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মো. মনিরুল হক জানান, তাঁরা তাদের সামর্থ অনুযায়ী উপজেলাব্যাপী একান্ত দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কাজ অব্যাহত রাখবেন। এমন অনুকরণীয় কাজে সহযোগিতার জন্য ধনাঢ্য দানশীল লোকদের প্রতি আহবান জানিয়েছেন সংগঠনের অন্যান্যরা। তছাড়া নিজ নিজ অবস্থান থেকে সামর্থ অনুযায়ী সহযোগিতার মনোভাবে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবানও জানান তাঁরা।