শেরপুরের নকলায় কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) উপজেলার নকলা উনিয়নের ধুকুড়িয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ক্লিনিকের সামনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শেরপুর সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা ইউপির নবনির্বাচিন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ( ফারুক) প্রমুখ। পরে ধুকুড়িয়া গ্রামের লোকজনদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপিত কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের সাথে সংশ্লিষ্ট সকলে জন্য এবং দেশ ও জতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে ধুকুড়িয়া কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করেন। পরে ভবনের কক্ষগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন তাঁরা।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।