রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

নকলায় উপজেলা পরিষদ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২০৭ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা পরিষদ কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী প্রোগ্রামার সাইমুন শাহনাজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রোমান আরা জান্নাতসহ উপজেলা সমন্বয় কমিটির সদস্য উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন দপ্তর প্রধানগন ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন নিজ নিজ দপ্তর ও ইউনিয়নের জনসাধারনকে সেবাদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।