রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নকলা বিএডিসি হিমাগারে বাকৃবি’র হর্টিকালচার বিভাগের শিক্ষার্থীদের একদিন কর্মসম্পাদন ফলাফলে সারাদেশের মধ্যে ময়মনসিংহ পলিটেকনিক ১ম ও শেরপুর পলিটেকনিক ৭ম ফেনীতে বন্যাদূর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ভ্যানগাড়ীর চাপায় শিশু নিহত শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নকলায় ইউনিয়ন ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ ঝাড়ু মিছিল, পদত্যাগের হিড়িক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৭৩৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়ন ছাত্রদলের মনগড়া কমিটি গঠনের প্রতিবাদে ও তা বাতিলের দাবীতে ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ মিছিল করেছেন সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা। তাছাড়া রাগে-ক্ষোভে ঘোষিত কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন।

ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কাউকে না জানিয়ে বা কাউন্সিল না করে কমিটি গঠন করার প্রতিবাদে এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়। তাছাড়া ছাত্রদলের সদ্য ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্তত ১৫ জন লিখিত পদত্যাগপত্র উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত হাসান আব্দুল কাইয়ুম-এর কাছে জমা দিয়েছেন বলে জানা গেছে।

বিক্ষোভ ও ঝাড়ু মিছিলের নেতৃত্বদেন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান জাহিদ। এতে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শেখ সাদীসহ কমিটির অনেক নেতৃবৃন্দ বক্তব্যদেন। তারা বলেন অযাচিত লোকজন দিয়ে এ কমিটি গঠনের ফলে সংগঠনের সুনাম নষ্টের পাশাপাশি কার্যক্রম স্থবির হয়ে পড়বে।

ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে গনপদ্দী বাজারে বিক্ষোভ মিছিল এবং ইউনিয়নের খারজান বাজারে ঝাড়ু মিছিল করা হয়। গনপদ্দী ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে অংশনেন।

জানা গেছে, স্থানীয় মো. সোহেল রানাকে সভাপতি ও রাকিব মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট গনপদ্দী ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু আগের কমিটি বিলুপ্ত ঘোষণা না করে নবগঠিত কমিটি ঘোষণা করায় ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এপর্যন্ত এর কোন সমাধান না হওয়ায়, সদ্য ঘোষিত কমিটির অন্তত ১৫ নেতাকর্মী তাদের পদত্যাগ পত্রের স্ব-স্বাক্ষরিত কপি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত হাসান আব্দুল কাইয়ুম-এর কাছে জমা করেন।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত হাসান আব্দুল কাইয়ুম গনপদ্দী ইউনিয়ন ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির ১৫টি পদত্যাগপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে কথা চালাচালি হচ্ছে। বিষয়টি খুবদ্রুত সয়ের মধ্যে সমাধান হয়ে যাবে বলে তিনি আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।