শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়ন ছাত্রদলের মনগড়া কমিটি গঠনের প্রতিবাদে ও তা বাতিলের দাবীতে ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ মিছিল করেছেন সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা। তাছাড়া রাগে-ক্ষোভে ঘোষিত কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন।
ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কাউকে না জানিয়ে বা কাউন্সিল না করে কমিটি গঠন করার প্রতিবাদে এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়। তাছাড়া ছাত্রদলের সদ্য ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্তত ১৫ জন লিখিত পদত্যাগপত্র উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত হাসান আব্দুল কাইয়ুম-এর কাছে জমা দিয়েছেন বলে জানা গেছে।
বিক্ষোভ ও ঝাড়ু মিছিলের নেতৃত্বদেন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান জাহিদ। এতে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শেখ সাদীসহ কমিটির অনেক নেতৃবৃন্দ বক্তব্যদেন। তারা বলেন অযাচিত লোকজন দিয়ে এ কমিটি গঠনের ফলে সংগঠনের সুনাম নষ্টের পাশাপাশি কার্যক্রম স্থবির হয়ে পড়বে।
ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে গনপদ্দী বাজারে বিক্ষোভ মিছিল এবং ইউনিয়নের খারজান বাজারে ঝাড়ু মিছিল করা হয়। গনপদ্দী ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিলে অংশনেন।
জানা গেছে, স্থানীয় মো. সোহেল রানাকে সভাপতি ও রাকিব মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট গনপদ্দী ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু আগের কমিটি বিলুপ্ত ঘোষণা না করে নবগঠিত কমিটি ঘোষণা করায় ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এপর্যন্ত এর কোন সমাধান না হওয়ায়, সদ্য ঘোষিত কমিটির অন্তত ১৫ নেতাকর্মী তাদের পদত্যাগ পত্রের স্ব-স্বাক্ষরিত কপি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত হাসান আব্দুল কাইয়ুম-এর কাছে জমা করেন।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত হাসান আব্দুল কাইয়ুম গনপদ্দী ইউনিয়ন ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির ১৫টি পদত্যাগপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে কথা চালাচালি হচ্ছে। বিষয়টি খুবদ্রুত সয়ের মধ্যে সমাধান হয়ে যাবে বলে তিনি আশাব্যক্ত করেন।