বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভেড়া বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪২৫ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানোন্নয়নের লক্ষ্যে ৫৯টি পরিবারের মাঝে উন্নত জাতের ভেড়া বিতরণ করা হয়েছে। উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের অর্থায়নে এসব ভেড়া বিতরণ করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেড়া বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. মো. মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার। উপজেলার ৫৯ টি অসহায় হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে মোট ১১৮টি ভেড়া বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মো. ওমর ফারুক, ভেটেরিনারি সার্জন (ভিএস) ডা. মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ডা. রুকাইয়া আক্তার এবং অন্যান্যদের মধ্যে প্রকল্পের মাঠ সহকারী রাজিব জেং চাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. রজব আলী ও মো. জাহিদুল ইসলাম সম্রাটসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগন, শ্রীবরদী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের ভেড়া লালন পালনের মাধ্যমে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধাভোগী পরিবার সমূহের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়ন সূচীত হবে বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।