রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নকলা বিএডিসি হিমাগারে বাকৃবি’র হর্টিকালচার বিভাগের শিক্ষার্থীদের একদিন কর্মসম্পাদন ফলাফলে সারাদেশের মধ্যে ময়মনসিংহ পলিটেকনিক ১ম ও শেরপুর পলিটেকনিক ৭ম ফেনীতে বন্যাদূর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ভ্যানগাড়ীর চাপায় শিশু নিহত শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরে অস্বচ্ছল ক্রীড়াবিদ ও বিভিন্ন সংগঠনের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৫০ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০২০-২১ অর্থবছরের শেরপুর জেলার অনুদান প্রাপ্ত যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার শেরপুর জেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে চেক বিতরণ করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. জোয়াহের আলী মিয়া-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলা থেকে আবেদকৃত ১৯টি সংস্থার প্রতিটির জন্য ৪০হাজার টাকা করে এবং একটি সংস্থাকে ৫০ হাজার টাকাসহ মোট ৮লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ও কল্যাণ ফাউন্ডেশন হতে শেরপুর জেলায় আহত অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবী ৮ জনকে মাসিক ২ হাজার টাকা হারে প্রতি জনে ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এ.জেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার দ্রীরেন্দ্র চন্দ্র সরকার, বিভিন্ন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।