সারাদেশের ন্যায় শেরপুরে “শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এর স্বাগত বক্তব্য শেষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত প্রমুখ।
আলোচনা সভার পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জেলার প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির ৪৮ হাজার টাকা মূল্যের চেক হস্তান্তর করেন।
এসময় নেজারত ডেপুটি কালেক্টল (এনডিসি) ডিএম সাদিক আল শাফিন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর চীফ ইন্সট্রাক্টর (প্রধান প্রশিক্ষক) এস.এম আজহার, শেরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।