শেরপুরের নকলায় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দরিদ্র তহবিল নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) পৌর এলাকার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সংগঠনটির পরিচালক মো. হাসান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।
এ উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, পৌর কাউন্সিলর যুবনেতা ফরিদ আহমেদ লালন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জমিলা বেগম।
এসময় এক্টিভ ব্লাড পয়েন্টের পরিচালক এ.আর. গোলাম মোর্শেদ আদিব, সভাপতি এ.আর. গোলাম মোর্শেদ আসিফ, রক্ত সৈনিক নকলার সাধারণ সম্পাদক মকিব হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন ও সদস্য ইমাম হাসান সাব্বির, ডিভাইস হেল্পারর্স অব বাংলাদেশ নকলা উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, ব্লাড ব্যাংক অব নকলার প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, দরিদ্র তহবিল সংস্থার স্বেচ্ছাসেবক সৌরভ আহম্মেদ সজিব, তরিকুল ইসলাম পুষ্প, আরিফ মেহেদি, রমজান মিয়া ও লিখন মিয়া, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত রক্তের গ্রুপ নির্ণয়ে আগ্রহী বিভিন্ন পেশা-শ্রেণীর শতাধিক জনগন উপস্থিত ছিলেন।