রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা যুবলীগের পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১২৬ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মহান বিজয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকল শহীদদের স্মরনে উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ শহীদ মিনারে ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন, সদস্য আব্দুল্লাহেল খসরু রুবেল, রফিকুল ইসলাম, হুমায়ুন কবীর বর্ষা, আকরাম হোসেন, সোহেল রানা, ফরিদ উদ্দিন, যুবনেতা ও পৌর কাউন্সিলর ফরিদ আহম্মেদ লালন, অচরষ্টধর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম (শফিক), টালকী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রুবেল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকগন ও বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।