বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে নকলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৯১ বার পঠিত

শেরপুরের নকলায় মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ১৯ শহীদ পরিবারের সদস্যসহ উপজেলায় জীবীত সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপজেলা পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক এমপি অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পৌর সভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সহকারী কমিশনার (ভুমি) কাউছার আহাম্মেদ, উপজেলায় জীবীত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারন জনগন উপস্থিত ছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ১৯ শহীদ পরিবারের সদস্যসহ জীবীত সকল মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষথেকে শাড়ি, লুঙ্গি, ধুতিসহ উপহার হিসেবে দেওয়া হয়েছে। তাছাড়া তাদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। এর আগে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।