শেরপুরের নকলা উপজেলার সব কয়টি (৯টি) ইউনিয়ন পরিষদের ও স্কুল ও মাদ্রাসার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।
এর অংশ হিসেবে বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের কতৃপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে আলাদা ভাবে জাতীয় উত্তোলন করেন। পরে ইউনিয়ন পরিষদের সামনে দলীয় পতাকা উত্তোলন শেষে ও যৌথ ভাবে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
এসময় বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরোজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, আওয়ামী লীগ নেতা খন্দকার শামছুল আরেফিন শামীম, দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম সিঞ্জু, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রূপম, শওকত আলী, নুসরাত জাহান নীপা, সহকারী মৌলভী মাওলানা ফজলুল করিম ও মাওলানা রেজাউল করিম, ক্বারী কাজীমদ্দিন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কব্দুল হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ; বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর, মুহাম্মদ লোকমানুর রহমান, লুৎফর রহমান লিটন, হাফিজুল হাসান তুমুল ও শামছুন নাহার, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদসহ বিভিন্ন সময়ে শহীদ হওয়া সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করাসহ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সফল কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এমপি ও বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।