শেরপুরের নকলা পৌরসভায় পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগ মোকাবেলায় পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য করনীয় বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। তাছাড়া সকল পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী ও পরিচ্ছনতা সামগ্রী বিতরণ করা হয়।
দেশের ৩২টি পৌরশহরে পানি ও পয়নিষ্কাকশন প্রকল্পের অর্থায়নে ও আইটিএন বুয়েট এর কর্মপরিকল্পনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন এ কর্মশালার শুভ উদ্বোধন ও সমাপনী ঘোষণা করেন।
পৌরসভার সকল পরিচ্ছন্নতা কর্মীসহ ২৭ জনকে এ প্রশিক্ষন করানো হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) সাইফুল্লাহ কারিম।
পৌরসভার সচিব মো. মনিরুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমপনী অনুষ্ঠানে হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও রাজিব হাসানসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।