‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত দেশের জনগণ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারাদেশের ন্যায় শেরপুরের সবকয়টি (৫টি) উপজেলায় বিভিন্ন আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা কালেক্টরেট চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদে-এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর শেরপুরের প্রোগ্রামার মো. তারেকুল ইসলাম।