শেরপুরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের শেরপুরে আগম উপলক্ষে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের মত বিনিময় সভা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) শেরপুর টাউন হলে বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার আয়োজনে জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য, প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ হোসাইন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মাহফুজুর রহমান নয়ন।
এসময় শেরপুর জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।