শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
৬ ডিসেম্বর শ্রীবরদী হানাদার মুক্ত দিবস নকলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ গ্রহণ নকলায় জন্ম নিবন্ধনে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শেরপুরের ছানার পায়েসের কদর দেশ বিদেশে, জিআই পণ্যের মর্যাদা অর্জন পেশাজীবী অধিকার পরিষদের শেরপুরে জেলা শাখার কমিটি গঠন : সভাপতি শহিদুল, সা.সম্পাদক ফারুক ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ

শেরপুরে জনউদ্যোগের আয়োজনে নারী সমাবেশে ৭ কৃতী নারীকে সম্মাননা প্রদান

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ বার পঠিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে শেরপুরে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর-এর আয়োজনে নারী সমাবেশে কৃতী নারীদেরক সম্মাননা প্রদান করা হয়েছে ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে শেরপুর পৌরসভা জাদুঘর চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত নারী সমাবেশে জেলার ৭ কৃতী নারীকে ‘কীর্তিময়ী নারী সম্মাননা’ প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী দাশগুপ্ত, নারী অধিকার আন্দোলনের সংগঠক বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভানেত্রী মোর্শেদা বেগম, নারীর ক্ষমতায়নে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন রহমান ফাতেমা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সংগঠক জোবায়দা খাতুন, অনুপ্ররণাদায়ী তরুন নারী জাতীয় পর্যায়ে কারাতে চ্যাম্পিয়ন শানুমা আফরিন মেঘলা, গারো নেত্রী ও সাংস্কৃতিক সংগঠক রবেতা ম্রং, তৃণমুলের অনুপ্রেরণাদায়ী স্বাবলম্বী নারী কৃষানী পারুল বেগম।

অনুষ্ঠানের শুরুতে সম্মাণনা প্রাপ্ত ৭ কৃতী নারীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় নারী রক্তদান সংস্থা ও ফাইট ফর চিলড্রেনস রাইটস সংগঠনের সদস্যরা।

পরে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং গায়ে চাদর জড়িয়ে দেন অতিথিরা। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীরা নিজেদের অনুভুতি প্রকাশ করেন এবং বক্তারা তাদের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এ উপলক্ষে সম্মাণনা প্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে একটি ভাঁজপত্র প্রকাশ করা হয়।

জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. মাছুদ, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, সম্পাদিকা লুৎফুন্নাহার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন।

জনউদ্যোগ সদস্যসচিব হাকিম বাবুল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাঝে প্রেসক্লাব সভাপতি মো. মেরাজ উদ্দিন, পৌর লেডিস ক্লাব সম্পাদক আঞ্জুমান আলম লিপি, ইউসিবি ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক মো. রেজাউল কিবরিয়া, সংস্কৃতি কর্মী কমল চক্রবর্তী আদিবাসী নেতা মিন্টু বিশ^াস, হিজড়া নেত্রী জয়িতা নিশি সরকার, এফসিআর সভাপতি ফারাবি জাবিন শায়েরী, নারী রক্তদান সংস্থার নির্বাহী সভাপতি তিথি নন্দী প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।