শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

ঝিনাইগাতীতে ইউপি নির্বাচনে ৪২৯ মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১৪২ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোট ৪২৯ প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা করার শেষ দিন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫০জন, সাধারন সদস্য পদে ২৭০জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন সম্ভাব্য প্রার্থী উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসে তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা করেন।

সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন, সাধারণ সদস্য পদে ৩২জন, কাংশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯জন, সাধারণ সদস্য পদে ৩৭জন, গৌরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬জন, সাধারণ সদস্য পদে ৩৬জন, মালিঝিকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮জন, সাধারণ সদস্য পদে ৪০জন, ঝিনাইগাতী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬জন, সাধারণ সদস্য পদে ৪৯জন, নলকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪জন, সাধারণ সদস্য পদে ৩৮জন, হাতিবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪জন, সাধারণ সদস্য পদে ৩৮জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রতীক বরাদ্দ শেষে আগামী ৫ জানুয়ারী (বুধবার) এ নির্বাচনের ভোট গ্রহন করা হবে। এর জন্য সংশ্লিষ্ঠ নির্বাচন অফিস নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করায় ব্যস্ত সময় পাড় করছেন। নির্বাচন অফিস কর্তৃক প্রার্থীত বৈধ-অবৈধ ঘোষণা ও প্রতীক বরাদ্দ না পেলেও বসে নেই সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন কামনায় দিনরাত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।