শেরপুরে অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের শিক্ষক-কর্মচারীগন বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টা হতে বিকেলে ৪ টা পর্যন্ত জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে অবস্থান করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি শেরপুর জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগন।
“টেকসই নেতৃত্ব বিকাশে জাতীয়ভাবে প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিতকরণ” এই শ্লোগানকে মনেপ্রাণে ধারন করে, অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা মানোন্নয়নে “সেবা হউক শিক্ষার উপকরণ” এই দাবি সামনে রেখে শিক্ষক-কর্মচারীরা অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের একসঙ্গে স্বীকৃতিও এমপিও করাসহ ১১টি দাবী বাস্তবায়ন করার আহবান জানান।