শেরপুরের নকলায় “নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগানকে ধারন করে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লোগানকে ধারন করে বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা ও উপজেলার শ্রেষ্ঠ ৫ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক মাহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু, সোনালী ব্যাংক নকলা শাখার ব্যবস্থাপক নাজমুল হুদা প্রমুখ।
আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার ৫ জয়িতাকে সম্মাননা সংবর্ধনা দেয়া হয়। মনোনিত জয়িতারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কুর্শাবাদাগৈড় এলাকার বদিউজ্জামানের মেয়ে রোকসানা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ইশিবপুর এলাকার জবান আলীর মেয়ে নাছিমা খাতুন, সফল জননী নারী হিসেবে সাফল্য অর্জনকারী নারী মোজাকান্দা এলাকার মিয়া ফজলুল করিমের মেয়ে সুলতানা আরজুমান্দ লায়লা, নির্যাতন বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে এমন সাফল্য অর্জনকারী নারী মমিনাকান্দা এলাকার দারোগালীর মেয়ে খুকি বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাফল্য অর্জনকারী নারী কলাপাড়া এলাকার আবু সুফিয়ানের মেয়ে সুফিয়া বেগম। অতিথিবৃন্দরা মনোনিত জয়িতাদের হাতে সংবর্ধনা স্মারক ও সনদ তুলেদেন।
এসময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।