শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ নকলায় পারিবারিক পুষ্টি বাগানের জন্য বীজ সার ও গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ জামাত বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের কারনে সারাদেশে যখন কার্ফিও বিরাজমান, নকলার জনগন তখনো যেন মায়ের কোলে জরুরি ভিত্তিতে নকলা থানায় আবাসিক ভবন দরকার নকলায় বৈষম্যমূলক কোটা সংস্কার দাবিতে ও শিক্ষার্থীর ওপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন নকলায় উন্নয়ন সহায়তা কর্মসূচির টিউবওয়েল বিতরণ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদে নকলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন এবার শেরপুরকে ঘিরে তৈরি হচ্ছে ইত্যাদি অনুষ্ঠান : সকল কাজ প্রায় শেষ বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নকলায় “মাদককে না বলুন” কর্মসূচি বাস্তবায়নে শপথ গ্রহণ

মতিয়া চৌধুরীর সাথে নকলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৯ বার পঠিত

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের নকলা উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগনের মধ্যে অধিকাংশরাই শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী-এঁর সাথে সৌজন্য সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

এর অংশ হিসেবে বুধবার (৮ ডিসেম্বর) উপজেলার ৫নং বানেশ্বরদী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার (মহব্বত) কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী, নকলা ও নালিতাবাড়ী আওয়ামী লীগের অভিভাবক বেগম মতিয়া চৌধুরী এম.পি’র রাজধানী ঢাকার সরকারি বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সে গিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে তাঁর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলার অগ্নিকন্যা মতিয়া চৌধুরী’র সাথে অন্যান্য যেসকল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগন এপর্যন্ত সৌজন্য সাক্ষাত করেছেন তাঁর হলেন- গনপদ্দী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান মো. শামছুর রহমান (আবুল), নকলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক (ফারুক), গৌড়দ্বার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান মো. শওকত হোসেন খান (মুকুল), চরঅষ্টধর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি, চন্দ্রকোনা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান (গেন্দু)।

উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৪টিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা বেরসকারি ভাবে নির্বাচিত হয়ছেন। আর বাকি ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক এবং একটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি’র সমর্থক প্রার্থী বেরসকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন- ১ নং গনপদ্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. শামছুর রহমান (আবুল) নৌকা প্রতীক নিয়ে ৬,৮১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আমীর হামজা মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫,৫৬৯ ভোট।

২নং নকলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক ফারুক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪,৩২৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে মো. আনিসুর রহমান সোজা পেয়েছেন ৪,০৫৬ ভোট।

৩নং উরফা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ নুরে আলম (ভূট্টো) চশমা প্রতীকে ৬,২১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল হক হীরা নৌকা প্রতীকে পেয়েছেন ৬,০৮২ ভোট।

৪ নং গৌড়দ্বার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শওকত হোসেন খান (মুকুল) নৌকা প্রতীক নিয়ে ২,৫২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোবারক হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ১,৯৯৫ ভোট।

৫নং বানেশ্বর্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার (মহব্বত) আনারস প্রতীক নিয়ে ৪,৮১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার জাকির হোসেন (ফারুক) চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২,৬১০ ভোট। আর নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বেগম (রুমী) ২,১৩০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ ইউনিয়নে কোন কেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থী সর্বোচ্চ ভোট পায়নি!

৬নং পাঠাকাটা ইউনিয়নে মো. আব্দুস ছালাম নৌকা প্রতীক নিয়ে ৬,১৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোবারক হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২,৭৯৯ ভোট।

৭নং টালকী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাফফর মহিউদ্দিন (বুলবুল) ঘোড়া প্রতীক নিয়ে ৫,৪৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মো. ছায়েদুল হক পেয়েছেন ১,৭৩৪ ভোট। আর নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান ১,২৭৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ ইউনিয়নেও কোন কেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থী সর্বোচ্চ ভোট পায়নি!

৮নং চর অষ্টধর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি নৌকা প্রতীক নিয়ে ৭,৮৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আনারস প্রতীকে ৪,৮২৪ ভোট পেয়েছেন।

৯ নং চন্দ্রকোনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান (গেন্দু) আনারস প্রতীক নিয়ে ৭,৮৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. সাজু সাইদ ছিদ্দিকী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬,৪২৭ ভোট।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।