শেরপুরের নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ২০২১-এর ফল প্রকাশ করাসহ সেরা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ ডিসেম্বর) ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রুপমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা, ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শ্রেণি শিক্ষক রেজাউল করিম ও ফজলুল করিমসহ অন্যান্য শ্রেণী শিক্ষকগন নিজ নিজ শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেন। পরে প্রতি ক্লাসের সেরা ৩ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
এসময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, কাজীমদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কব্দুল হোসেন, আমিন মিয়া, ফল প্রত্যাশি শিক্ষার্থী, এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।